নিজকে ভালোবেসেই বেঁচে থাক
মন খারাপের সাথেইতো তোর বাস, মনের মাঝেই মন খারাপের চাষ। ফসলগুলো দ্বিগুণ হলে পরে ছড়িয়ে দিবি মনের ঘরে ঘরে। এই ফসলের গোলাঘরের মাঝে, দীর্ঘশ্বাসে একলা কাটা সাঁঝে, তুই ভাবছিস, একলা কোনো রই! কাছের মানুষ, বন্ধুরা সব কই! তোর ফসলের ভাগ নেবে না কেউ, শুঁকবে না সেই শস্যদানার ঘ্রাণ। ওষ্ঠাগত তোর কষ্টের দিনে, কে খোয়াবে নিজের আপন প্রাণ! গোলাঘরে আগুন লাগা আজই, মন খারাপের শস্য পুড়ে যাক! তোর জীবনে সবচে’ আপন তুই, নিজকে ভালোবেসেই বেঁচে থাক!