Posts

Showing posts from June, 2015

ভালবাসার প্রতিটা মুহূর্ত

Image
এক সময়ের ভালবাসায় হয়তবা সত্যি তাই হত, অনেক ঝড় ঝাপ্টা পেড়িয়ে সবার আড়ালে প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাওয়া। কেউ যেন না দেখে তাই রিক্সার হুট তুলে হাতে হাত রেখে একটুকু ছোয়ার এক বিশাল ভাললাগার অনুভূতি! ছেলেটির হাতে কিছু বাদাম আর মেয়েটি্র হাতে অনেকগুলো বেলী ফুলের মালা নিয়ে পার্কের ভেতরের ৪-৫ ফিটের ছোট্ট বেঞ্চে আর নয়তবা কোনো এক গাছের নিচে মাটিতে বসেই বাতাসে মেয়েটির অগুছালো চুলের দিকে অপলক ভাবে তাকিয়ে থেকে প্রিয় মানুষটির সাথে ৪-৫ ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিত যেন কথার ফুলঝুরি শেষ নেই ! এইভাবে দিব্বিভাবেই এক এক দিনের মিষ্টি মধুর ভালবাসার কথার ফুলঝুরি নিয়ে কাটিয়ে দিত ভালবাসার প্রতিটা মুহূর্ত !

আরে পাগলী এর নামই ভালবাসা

Image
মীরা আর রাতুল দুজন দুজনকে অসম্ভব ভালবাসে । দুজনেরি দুজনের কাছে চাওয়া পাওয়া অনেক বেশি। এতটাই বেশি যে ইদানিং এই চাওয়া পাওয়ার ব্যাপার গুলো নিয়ে প্রায়ই ঝগড়াই হয়! আজ মীরার সেমিস্টারের প্রথম ক্লাস। ক্লাস বেশিক্ষন হবেনা কারন প্রথম ক্লাস গুলো শুধু নাম ডেকেই ছেরে দেয়। তাই মীরা ভাবল আজ রাতুলকে নিয়ে ক্লাসের পর রিক্সা দিয়ে ঘুরবে । বাসা থেকে রান্না করা খাবার নিয়ে গেল রাতুলের জন্য।মীরা ক্যাম্পাসে ঠিক সময় মতই গেল কিন্তু রাতুল এল ১ঘন্টা পর। যাইহোক, মীরা আজ রাতুলের উপর রাগ করবেনা কারন আজ সে রাতুলকে নিয়ে বেড়াতে বের হবে! ক্লাস শুরু হতে দেরি তাই দুজন ক্যাম্পাসের মাঠেই বসল। মীরা ভাবল রাতুল বলবে তোমাকে আজ খুব সুন্দর লাগছে মীরা। কিন্তু না রাতুল মীরাকে তেমন কিছুই বল্লনা! রাতুলের মুখটা খুব শুকনো লাগছিল। মীরা ভাবল তার মনে হয় খুধা লাগছিল, রাতুলকে খাবারের কথা জিজজ্ঞেস করতেই রাতুল বল্ল খুধা নেই। রাতুল চুপ করে বসে আছে, মীরা বার বার জিজ্ঞেস করল তোমার কি মোন খারাপ? রাতুল বলল না শুধু মাথাটা ব্যাথা করছে! মীরার তারপও কেন যেন মনে হল রাতুলের মোন খারাপ!ক্লাস শুরু হতে আর বেশি দেরি নেই, এর মাঝেই রাতুলের মোনটা ভাল করতে হবে...