ভালবাসার প্রতিটা মুহূর্ত
এক সময়ের ভালবাসায় হয়তবা সত্যি তাই হত, অনেক ঝড় ঝাপ্টা পেড়িয়ে সবার আড়ালে প্রিয় মানুষটির সাথে দেখা করতে যাওয়া। কেউ যেন না দেখে তাই রিক্সার হুট তুলে হাতে হাত রেখে একটুকু ছোয়ার এক বিশাল ভাললাগার অনুভূতি! ছেলেটির হাতে কিছু বাদাম আর মেয়েটি্র হাতে অনেকগুলো বেলী ফুলের মালা নিয়ে পার্কের ভেতরের ৪-৫ ফিটের ছোট্ট বেঞ্চে আর নয়তবা কোনো এক গাছের নিচে মাটিতে বসেই বাতাসে মেয়েটির অগুছালো চুলের দিকে অপলক ভাবে তাকিয়ে থেকে প্রিয় মানুষটির সাথে ৪-৫ ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিত যেন কথার ফুলঝুরি শেষ নেই ! এইভাবে দিব্বিভাবেই এক এক দিনের মিষ্টি মধুর ভালবাসার কথার ফুলঝুরি নিয়ে কাটিয়ে দিত ভালবাসার প্রতিটা মুহূর্ত !