শীত ও আমার গল্প

কোনো এক ভীষণ শীতের ভোরে, ধোঁয়াতোলা চায়ের কাপের সাথে শুরু হয় তোমার আমার গল্প। গল্পগুলো কল্পকথার মতো, লাগামছাড়া আবোল তাবোল যত। . শীত চলে যায়, যায় বছর, যুগ। জুড়িয়ে যায় কাপের পরে কাপ। গল্পগুলো চলতে থাকে খুব! মনে হয়, এইতো আছি বেশ, গল্পরাতো হচ্ছে না আর শেষ! . কোনো এক ভীষণ শীতের রাতে, গল্পগুলো স্বপ্ন হতে হতে আশ্রয় পায় কোনো এক হিমঘরে। এপিটাফের ইট-পাথরের বাঁকে, তোমার আমার গল্প লেখা থাকে। .