আজ আমার মন খারাপ
মন খারাপের সাথেইতো তোর বাস,
মনের মাঝেই মন খারাপের চাষ।
ফসলগুলো দ্বিগুণ হলে পরে
ছড়িয়ে দিবি মনের ঘরে ঘরে।
এই ফসলের গোলাঘরের মাঝে,
দীর্ঘশ্বাসে একলা কাটা সাঁঝে,
তুই ভাবছিস, একলা কেনো রই!
কাছের মানুষ, বন্ধুরা সব কই!
তোর ফসলের ভাগ নেবে না কেউ,
শুঁকবে না সেই শষ্যদানার ঘ্রাণ।
ওষ্ঠাগত তোর কষ্টের দিনে,
কে খোয়াবে নিজের আপন প্রাণ!
গোলাঘরে আগুন লাগা আজই,
মন খারাপের শষ্য পুড়ে যাক!
তোর জীবনে সবচে’ আপন তুই,
Comments
Post a Comment