সুখ দু:খ
আমরা কষ্টে থাকি। কারণ, জীবনের সুন্দর মুহূর্তগুলো নয়, বরং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কষ্টগুলো আমরা সযত্নে মনে রেখে দিই। এ থেকে যেন নিস্তার নেই! মনে আছে, ছোটবেলায় “শুলে ঘুমায় উঠলে জাগে” এমন পুতুল, গোল হয়ে ঘুরতে থাকা শব্দ করা ধোঁয়া বের হওয়া ট্রেন, টেডিবিয়ার, পিয়ানো আরও কত খেলনা যা না পেলে মরে যাবো মনে হতো, তা না চাইতেই পেয়েছি। সেইসময় মামা প্রচুর গল্পের বই কিনে দিতো, অনেক আনন্দ হতো তখন! একবার আম্মু আমাকে দোকানে নিয়ে বলেছিলো ড্রেস নাও, যতগুলো খুশি! অগনিত চকলেট, কাচের চুড়ি পাওয়ার সুযোগ এসেছে বহুবার! এসবই মনের খোরাক। এইযে বস্তা বস্তা ফুল কিনি, যখন যা ভালো লাগে তাই কিনি, মন ভালো করার চেষ্টা করি। কিন্তু মন এসব মনে রাখে না। মন মনে রাখে - না পাওয়ার দু:খ। ছোট ছোট ক্ষোভ, হিংসা। মন, মগজ যাই বলি না কেন আসলে তা ডাস্টবিন। বাজে স্মৃতি জমা রাখে। ভালোগুলো উবে যায় কর্পুরের মতো। মনতো পাগল। যদি জানতো ভালোগুলো রেখে দিয়ে খারাপগুলো ফেলে দেওয়ার কি শান্তি! এই অনুভূতি সে নিজেও নেবে না, আমাদেরও দেবে না। ব্লাডি ডাস্টবিন!