ভালবাসার সংসার

আশেপাশে নি:স্তব্ধতা, অন্ধকারের মাঝে দুই একটা ল্যাম্পপোস্টের আলো। হঠাৎ হঠাৎ শোঁ শোঁ    ঝিঁঝিঁপোকার ডাক। লম্বা আঁকাবাঁকা সরু ঢালু পথখানি যেন সুতো দিয়ে গাথা........
কিছুটা পথ পার হলেই এক পাশে বিশাল মাঠ আর অন্যপাশে পুকুরপাড়! এর মাঝে দুটি ছায়ার পথচলা, আর ঝনঝনানির হাসির শব্দ! ক্ষিন হাতের স্পর্শগুলো যেন অবাধ নেশা। এ যেন বকুল ফুলের সুগন্ধের চাইতেও তীব্র ভালবাসার বোধ!
আহ! বোধ গুলো কি স্বচ্ছ!!!!! অধিকারগুলো যেন বাতাসের সাথে মিশে গিয়ে প্রচন্ড মায়া আর মমতায় সাজিয়েছে ভালবাসার সংসার! ♥



Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম