Posts

Showing posts from May, 2015

নিরপেক্ষতা

Image
আমরা অনেক সময় নিজেদের নিরপেক্ষ দাবি করে থাকি। কিন্তু নিরপেক্ষ মানে কি তা আমরা জানি কি? নিরপেক্ষতা মানে কারো পক্ষপাতি না করা। কিন্তু আমরা নিজেকে নিরপেক্ষ প্রমান করার জন্য কারো পক্ষপাতি করা বাদ দেয়ার সাথেসাথে আরো কিছু করি। আর তা হচ্ছে আমরা আরো এক ধাপ এগিয়ে লোক দেখানোর জন্য তার বিরুদ্ধে কাজ করা শুরু করে দেই। এটা কেমন নিরপেক্ষতা? আমরা বাঙ্গালিরা হয় একটু কম করি না হয় একটু বেশী করি। সঠিক সময়ে, সঠিক মানুষের সাথে, সঠিক পরিমানের ব্যবহার করা আমরা কবে শিখব???

মা, মামুনি, আম্মু, আম্মা, মম

Image
মা, মামুনি, আম্মু, আম্মা, মম, যাই ডাকিনা কেন মানুষ সেই একজন আর একটাই প্রিয় মুখ। পৃথিবীতে চোখটা খুলেই যে মুখটা দেখি তা হচ্ছে মায়ের মুখ আর অসহ্য প্রসব বেদনার পর ছোট্ট মুখটি দেখে এত ব্যাথার মাঝে যার মুখে হাসি থাকে সে হচ্ছে মায়ের মুখ! আমি যখন স্কুলে পড়াতাম, একবার বাচ্চাদের বল্লাম মা সম্পরকে ১০লাইন লিখতে! আশ্চর্যের ব্যাপার কেউই ১০লাইন না উল্টো পাতা ভরে মাকে নিয়া লেখা! এই ছোট্ট বাচ্চা গুলো বুঝিয়ে দিল মাকে নিয়ে লেখার কোনো লিমিট নেই। তার চাইতেও বড় কথা সবার লেখাতেই কমন লেখা ছিল '' অস ুস্থ হলে মা সারা রাত জেগে বসে থাকে!'' আর ছিল ''আমি আমার মাকে বড় ভালবাসি''। এই একটা মানুষকে কখনো মুখ ফুটে কিছু বলতে হয়না, তার সাথে কখনো কিছু লুকানোও যায়না, কি এক অপূর্ব শক্তি দিয়ে সন্তানের সব কিছু বুঝে ! আমার মামা বোবা কথা বলতে পারেনা জন্মের পর থেকেই, খুব আজব লাগে যখন আমার নানুকে মামার সাথে কথা বলতে দেখি! কি অবলীলায় মা ছেলে কথা বলে! আমার বন্ধু নামটা না বলি, এই বছরই মা হয়েছে......নিজের মেয়েকে এক মুহূর্তের জন্য কোল থেকে নামায়না, আমরা বকা দিয়ে বলি অভ্যাস খারাপ করে ফেল ছিস কোলে রেখে রেখ...

চাওয়া পাওয়া

Image
মীরা আর রাতুল দুজন দুজনকে অসম্ভব ভালবাসে। দুজনেরি দুজনের কাছে চাওয়া পাওয়া অনেক বেশি। এতটাই বেশি যে ইদানিং এই চাওয়া পাওয়ার ব্যাপার গুলো নিয়ে প্রায়ই ঝগড়াই হয়! আজ মীরার সেমিস্টারের প্রথম ক্লাস। ক্লাস বেশিক্ষন হবেনা কারন প্রথম ক্লাস গুলো শুধু নাম ডেকেই ছেরে দেয়। তাই মীরা ভাবল আজ রাতুলকে নিয়ে ক্লাসের পর রিক্সা দিয়ে ঘুরবে। বাসা থেকে রান্না করা খাবার নিয়ে গেল রাতুলের জন্য।মীরা ক্যাম্পাসে ঠিক সময় মতই গেল কিন্তু রাতুল এল ১ঘন্টা পর। যাইহোক, মীরা আজ রাতুলের উপর রাগ করবেনা কারন আজ সে রাতুলকে নিয়ে বেড়াতে বের হবে! ক্লাস শুরু হতে দেরি তাই দুজন ক্যাম্পাসের মাঠেই বসল। মীরা ভাবল রাতুল বলবে তোমাকে আজ খুব সুন্দর লাগছে মীরা। কিন্তু না রাতুল মীরাকে তেমন কিছুই বল্লনা! রাতুলের মুখটা খুব শুকনো লাগছিল। মীরা ভাবল তার মনে হয় খুধা লাগছিল, রাতুলকে খাবারের কথা জিজজ্ঞেস করতেই রাতুল বল্ল খুধা নেই। রাতুল চুপ করে বসে আছে, মীরা বার বার জিজ্ঞেস করল তোমার কি মোন খারাপ? রাতুল বলল না শুধু মাথাটা ব্যাথা করছে! মীরার তারপও কেন যেন মনে হল রাতুলের মোন খারাপ! ক্লাস শুরু হতে আর বেশি দেরি নেই, এর মাঝেই রাতুলের মোনটা ভাল করতে হবে...