নিরপেক্ষতা

আমরা অনেক সময় নিজেদের নিরপেক্ষ দাবি করে থাকি। কিন্তু নিরপেক্ষ মানে কি তা আমরা জানি কি? নিরপেক্ষতা মানে কারো পক্ষপাতি না করা। কিন্তু আমরা নিজেকে নিরপেক্ষ প্রমান করার জন্য কারো পক্ষপাতি করা বাদ দেয়ার সাথেসাথে আরো কিছু করি। আর তা হচ্ছে আমরা আরো এক ধাপ এগিয়ে লোক দেখানোর জন্য তার বিরুদ্ধে কাজ করা শুরু করে দেই। এটা কেমন নিরপেক্ষতা? আমরা বাঙ্গালিরা হয় একটু কম করি না হয় একটু বেশী করি। সঠিক সময়ে, সঠিক মানুষের সাথে, সঠিক পরিমানের ব্যবহার করা আমরা কবে শিখব???


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম