অসাধারণ এবং শ্রেষ্ঠ কিছু মুহূর্ত

সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। নরম ঠান্ডা একটা বাতাস গায়ে মুখে মেখে আমরা যেতে থাকব । রিকশায়। বাতাসে বৃষ্টির ঘ্রাণ। হঠাৎ বৃষ্টি নামবে। ভিজতে থাকব মহা উৎসাহে। রাস্তার পাশে রিকশা থামিয়ে টংয়ের চা। ধোঁয়াতোলা চায়ের সতেজ ঘ্রাণ। একটা ছোট মেয়ে আসবে ধেয়ে। একগাছি বেলিফুলের মালা হাতে। তুমি গুনে দেখবে, হাতের সবগুলো ফুল কিনে নিবে। প্রিয় বেলিফুলের মিষ্টি ঘ্রাণ......... বাতাসে বৃষ্টির ঘ্রাণ ধোঁয়াতোলা চায়ের সতেজ ঘ্রাণ আর আমার প্রিয় তুমি ... অসাধারণ এবং শ্রেষ্ঠ কিছু মুহূর্ত...........