চিঠি

তোমায় একটা লিখবো চিঠি
ভাবছি কতকাল!
ভাবনাগুলো উড়ছে শুধুই 
হচ্ছে বেসামাল
চিঠির পাতায় মনের খাতায়
পড়ছে শুধু জমা
ভালোবাসার টুকরো কথা
হয়ত কিছু ক্ষমা
ভাঙছে নাযে মনের দেয়াল
হচ্ছেনা আর লেখা
মনের মাঝে আনাচ কানাচ
সমান্তরাল রেখা
রেখা থেকে লেখা হতে
হচ্ছে বড়ই দেরি
মনের কলম বন্ধ এখন
দেয়ালজুড়ে বেড়ি

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম