আপনার ছেলেটাকে আমার চাই

প্রিয় শাশুড়ি আম্মা,

পত্রের প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন।..আশা করি ভালো আছেন! আমিও ভালোই ইক্টু ইক্টু..বেশি বেশি ভালো থাকার জন্য আপনার সহজ সরলখরগোসের বাচ্চার ...মতো কিউত ছেলেটাকে আমার চাই।

ভোরবেলায় হাঁটতে নিয়ে যাওয়ার জন্য হলেও আপনারছেলেকে চাই।.ভরদুপুরে বাসায় ফেরার সময় এক প্যাকেট চিপ্স কিনেদেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই!.সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে হাত ধরে ভেজার জন্য হলেওআপনার ছেলেকে চাই!.মাঝরাতে ঘুম ভেঙে হঠাৎ আইসক্রিম কিনে দেওয়ারবায়না করার জন্য হলেও আপনার ছেলেকে চাই।.আমার প্রচন্ড মেজাজ খারাপের সময় ধরে চড় থাপ্পড়দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।.কন্ট্রোল করতে না পারা রাগটা যখন অভিমানে পরিনতহয়ে চোখ দিয়ে বের হয়ে গাল বেয়ে নিচে গড়িয়ে পড়বেতখন আমার কপালে চুমু দিয়ে চোখ মুছে দেওয়ার জন্যহলেও আপনার ছেলেকেই চাই।.অকারন মন খারাপের সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময়জোর করে বুকে টেনে নেওয়ার জন্য হলেও আপনারছেলেকে চাই।.

যেদিন শাড়ি পড়ে সাজুগুজু করবো ওইদিন ঘরের সব কাজকরানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই।.রোজ রাতে চুলে তেল দিয়ে বিনুনি করে দেওয়ার জন্যহলেও আপনার ছেলেকে চাই।.রান্নাঘর থেকে ঘেমে একাকার হয়ে বের হওয়ার পরেফুউউ দেওয়ার জন্য হলেও আপনার ছেলেকে চাই।.একটা পাগল পাগল জীবন কাটানোর জন্য হলেও আপনার ছেলেকে চাই!.

একটা পাগল পাগল জীবন কাটিয়ে বুড়ো হয়েহসপিটালের একিই কেবিনে একিই বেডে আপনারছেলের বুকে মাথা রেখে মরে যাওয়ার জন্য আপনারছেলেকে খুব করে চাই!!.ভালোয় ভালোয় ছেলেকে দিলে ভালো নাহয় বাসায়এসে কলার ধরে তুলে নিয়ে আসবো!.

ইতি
আপনার স্নেহের বউমা।

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম