ভালবাসা কখনও ঢাক ঢোল পিটিয়ে বলার কিছু না। ভালবাসা ব্যাপারটা সম্পুর্ন একান্ত, নিজস্ব, ব্যক্তিগত আর লুকিয়ে রাখার জিনিস। যার ভালবাসা যত লুকানো তার ভালবাসা তত গভীর।
মৃত্যুকে দেখেছি কাছ থেকে, মৃত্যু কালচে নয়, সফেদ। মৃত্যুকে ছুঁয়ে দেখেছি আজ, শীতল-সৌম্য, এইতো প্রভেদ। জীবনটা ছোট নাকি! মৃত্যু কি বড়ো? আজীবন বাঁচবার ইচ্ছে যে করো!
তুমি আমি আর ভালবাসা যতটা ভালবাস আমাকে তার চেয়ে বেশী বেসেছি তোমাকে তুমি আমার অন্তর জুরে সকাল সন্ধা রাত্রি ভোরে যখনই আসলে তুমি এ জীবনে রাঙিয়ে দিলে সাদা কালো স্বপ্নগুলো জন্ম আমার তোমার জন্য পাশে থেকো ছায়া হয়ে পূর্ণিমার এ চাঁদণি রাতে আজ একটাই কথা বলবো তোমায় চোখের কাজল হয়ে বন্ধু থাকতে দিও আমায়