ভালবাসা

তুমি আমি আর ভালবাসা
যতটা ভালবাস আমাকে
তার চেয়ে বেশী বেসেছি তোমাকে
তুমি আমার অন্তর জুরে
সকাল সন্ধা রাত্রি ভোরে

যখনই আসলে তুমি এ জীবনে 
রাঙিয়ে দিলে সাদা কালো স্বপ্নগুলো
জন্ম আমার তোমার জন্য
পাশে থেকো ছায়া হয়ে

পূর্ণিমার এ চাঁদণি রাতে আজ
একটাই কথা বলবো তোমায়
চোখের কাজল হয়ে বন্ধু
থাকতে দিও আমায়


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম