মৃত্যু

মৃত্যুকে দেখেছি কাছ থেকে,
মৃত্যু কালচে নয়, সফেদ।
মৃত্যুকে ছুঁয়ে দেখেছি আজ,
শীতল-সৌম্য, এইতো প্রভেদ।
জীবনটা ছোট নাকি!
মৃত্যু কি বড়ো?
আজীবন বাঁচবার
ইচ্ছে যে করো!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম