Posts

Showing posts from July, 2015

স্বপ্নে আমার ফুটবল

সেই ছোট বেলা থেকেই ফুটবল খেলার পাগল আমার এক বন্ধু। অন্ধ ভক্তই বলা চলে। জন্মের পর থেকেই নাকি সে আর্জেন্টাইন সাপোর্টার। জন্মের পর থেকে বলার উদ্দেশ্য হচ্ছে যারা মেসি - ম্যরাডোনা ছাড়া আর কাউকে চিনে না এমন সাপোর্টার থেকে তাকে আলাদা করা। ফুটবল নিয়ে তার একটাই স্বপ্ন শুধু একবার বিশ্বকাপে আর্জেন্টিনার হাতে কাপ দেখা। প্রতিবার বিশ্বকাপ শুরুর আগে থেকেই সে প্রতিরাতে ঘুমের মধ্যে স্বপ্ন তারা কাপ নিচ্ছে। এটা এখন একটা ফোবিয়ার আকার ধারন করেছে। প্রায়ই তার রুম ম্যাট তাকে ঘুমের মধ্যে হাসতে দেখে ! কাপ , আরজেন্টিনা কি সব ভাঙ্গা ভাঙ্গা কথা বলে। এমনকি মাঝে মাঝে নাকি ঘুমের মধ্যে হাত পা ছোটা - ছুটি ও করে। এমনই ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান , আমার বন্ধু , তার ল্যাটেস্ট স্বপ্নর কথা আমাকে বলে। স্বপ্নের সুত্রপাত নাকি গত কো পা আমেরিকার ফাইনালে তাদের শোচনীয় হারের পর। তার স্বপ্নের বর্ণনা ছিল অনেকটা এমন - প্রতি দিন বন্ধু - বান্ধবের সাথে ফুটবল নিয়ে কম - বেশি কথা - বার্তা , তর্ক - বি...