বৃষ্টি তে বারান্দায়

বারান্দায় দাড়িয়ে তোর জন্যই অপেক্ষা করছিলাম! ভাবছিলাম কখন তুই আসবি আর মনের ক্লান্তিটা দূর করবি! তোর চমকানো আলো খুব ভয় লাগে তবুও মন থেকে দুয়া করছিলাম কখন তুই আসবি আর তোর এক অদ্ভুত ঠাণ্ডার শীতল হাওয়া দিয়ে শরীরকে ছুয়ে দিবি! তোকে না দেখার অপেক্ষার পর যখনি ঘরে পা দিলাম তখনি জানালার কাঁচে এসে বাড়ি মেরে তোর অস্তিত্ত জানালি! 
আহা!! বৃষ্টির ফোঁটা ! বৃষ্টি , তোকে সত্যিই বড্ড দেখতে ইচ্ছে করছিল আর তোর বড় বড় ফোটার শব্দ শুনতে আর তোর ঘ্রান নেয়ার জন্য মনের মাঝে এক অদ্ভুত ইচ্ছে উঁকি মারছিল! যাক ইচ্ছেটা তুই পূরন করলি!!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম