কুরবানী

লালীঃ কিরে, কি নাম তোর? কতক্ষন ধরে ধুম মাইরা বইসা আসোস, খাস না, চুপ কেন? মিঠুঃ বাপে আদর কইরা নাম দিসিল মিঠু! ক্ষিদা নাই! বাপজানরে অনেক মনে পরতাসে! নিজেগো গেরামের মাঠ মনে পরতাসে! বাপ দিয়া যাইত, সারাদিন মাঠে ঘুরতাম। লালীঃও আইচ্ছা! আমি ভাবসি কালকের সকালের কথা মনে কইরা খাস না। আর এইগুলা মনে কইরা লাভ কি! খাইয়া ল! মিঠুঃ প্রত্যেক বেলায় বাপজানের হাতে খাইসি, আমি খাইতাম আর বাপজান মাথায় হাত বুলাইত! আসার সময় জড়াইয়া মেলা কানসে, কইসে -"চুপ কইরা হাইট্টা যাবি, যেন একটা লাঠির বাড়ি না খাওন লাগে। তোরে আমি কোনদিন মারি নাই, তাইলে মাইনসের হাতে কেন খাবি! তোরে কিন্না লইসে, নবাবের মত হাইট্টা যাইবি! আর ডড়াইবি না! আল্লাহ কষ্ট দিব না! আমি দুয়া কইরা দিসি তোর কোনো কষ্ট হইব না"-এই কইয়া অনেক্ষন বাপজান বইলা আদর কইরা কানসে! লালীঃ থাক কান্দিস না! তোরে তো কালকে সকালে লইয়া যাইব ঈমামের কাছে। আমি শুনলাম আমার পালা পরশু! যাক, আরেকটা দিন বাচুম! মিঠুঃ তোমার কি ডর লাগে না? আর তোমার পিঠের ওইদিকে কিয়ের দাগ?পাও দেখি কাইট্টা গেসে! লালীঃ ডর!!!!! কিয়ের ডর? মরনরে ডরাইনা। তুই অনেক আদরে বড় হইসস! আমি এইডি প...