তুমি নেই বলে
আকাশের এই এত্তোবড় মায়াবী চাঁদটা
তাপে লাল হওয়া লোহার থালার মতো লাগছে।
জোছনামাখা নরম আলোকে মনে হচ্ছে
জানালা দিয়ে ঢুকে পড়া তপ্ত লাভা।
তুলোর মতো ভেসে বেড়ানো মেঘগুলোকে
মনে হচ্ছে কারখানার দূষিত ধোঁয়া।
পাতাবাহারের পাতাগুলো তিরতির করে কাঁপানো
আলতো ঠান্ডা বাতাসকে মনে হচ্ছে অশুভ বার্তাবাহক!
শুধু তুমি নেই বলে...
তাপে লাল হওয়া লোহার থালার মতো লাগছে।
জোছনামাখা নরম আলোকে মনে হচ্ছে
জানালা দিয়ে ঢুকে পড়া তপ্ত লাভা।
তুলোর মতো ভেসে বেড়ানো মেঘগুলোকে
মনে হচ্ছে কারখানার দূষিত ধোঁয়া।
পাতাবাহারের পাতাগুলো তিরতির করে কাঁপানো
আলতো ঠান্ডা বাতাসকে মনে হচ্ছে অশুভ বার্তাবাহক!
শুধু তুমি নেই বলে...
অনেকদিন আগে তোমার দেয়া বেলিফুলের মালাগুলো,
যা আজ শুকিয়ে ভ্যাপসা ঘ্রাণ ছড়াচ্ছে,
তাকে আজ বড়ো ভালো লাগছে।
দীর্ঘদিন বাক্সবন্দী পোকাধরা ফুলগুলোকে
আজ খুব আপন মনে হচ্ছে...
শুধুই কি তুমি নেই বলে!
যা আজ শুকিয়ে ভ্যাপসা ঘ্রাণ ছড়াচ্ছে,
তাকে আজ বড়ো ভালো লাগছে।
দীর্ঘদিন বাক্সবন্দী পোকাধরা ফুলগুলোকে
আজ খুব আপন মনে হচ্ছে...
শুধুই কি তুমি নেই বলে!
Comments
Post a Comment