দুঃখবিলাস



আমার একটা বিলাসবহুল বাড়ি আছে,
অনেক নির্জনে, সুরক্ষিত একটা জায়গায়।
হাজার রঙের অনেক দামি কিছু কষ্ট দিয়ে
সাজিয়েছি বাড়ির আনাচ কানাচ।
লাল কষ্ট, নীল কষ্ট, সোনালি কিংবা রূপালি কষ্ট,
দুষ্প্রাপ্য আর দুর্মূল্য কষ্টের সংগ্রহ সব! 

শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে, বিষন্নতার শীতল মৃদু হাওয়া 
বইছে সবখানে, কোথাও নেই বিন্দুমাত্র উষ্ণতার অত্যাচার।
বাড়ির সামনে গড়েছি রঙিন ফুলের অমরাবতী।
ধুতুরার চেয়েও বিষাক্ত সব ফুল, অপূর্ব!
বিলাসবহুল, অমূল্য দুঃখগুলো অলঙ্কারের মত 
সাজিয়ে রাখে বাড়িটাকে, আমাকেও।

অনেক যত্নে দুঃখগুলোকে সংগ্রহে রাখি, সংরক্ষণ করি
আমার সাধের বিলাসবহুল বাড়িটায়।
গর্বের সাথে যাপন করি বিলাসবহুল এক জীবন, কারণ
আমার একটা বিলাসবহুল বাড়ি আছে,
অনেক নির্জনে, সুরক্ষিত একটা জায়গায়।
বাড়ির নাম দিয়েছি দুঃখবিলাস।

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম