ভাল দিন-খারাপ দিন
আমার তুমিঃ
ভালবাসার প্রতিটি দিন ভাল। ভালবাসার দিন কখনও খারাপ
হয় না। দিনের শুরুতেই তুমি বলেছিলে দিনটা কত বোরিং, মনে হচ্ছে যেন আই এম ওয়েস্টিং
মাই টাইম! কিন্তু আমি বলছি দিনটা মোটেও
খারাপ যায়নি আর যাচ্ছে ও না। ভালবাসার সব দিন সমান ভাবে ভাল।
ভালবাসার একটি দিন ভালবাসা ছাড়া এক কোটি দিন থেকে ভাল। আজকের দিনেও
আমাদের ভালবাসা ছিল, তাই দিনটি ভাল। আজকে হয়তো আমাদের দেখা হবে না, হয়তো তোমার
দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়া হবে না। হয়তো চলতে চলতে তোমার হাত ধরা, আলতো করে গালে
স্পর্শ করা অথবা কোন বাহানা দিয়ে তোমার চুল ছুঁয়ে দেয়া হবে না। তারপরেও আজকের দিন
মোটেও খারাপ না।
আজকের দিন অনেক ভাল কারন তোমার কাছ থেকে দূরে থাকা
কত কষ্টের তা আজকে বুঝতে পেরেছি। এ মন ঘরে বসে থাকতে চায় না। মন শুধু তোমাকে ছুঁয়ে
দিতে চায়। তোমাকে ভালবাসতে, সুখ-দুঃখের কথা বলতে, কারনে অকারনে ঝগড়া করতে আর ইচ্ছে
করে অভিমান করতে যাতে তুমি ভালবেসে আদর করে দাও। একটু আহ্ললাদ করে রাগ ভাঙাও।
মাথার চুলে হাত নেড়ে আগোছালো করে দিয়ে বল কি হয়েছে বোকা? বাচ্ছাদের মতো কর কেন? আর
আমি মনে মনে বলবো আমার এ বাচ্ছা সুলভ আচরন শুধু দেখেছ তুমি। তোমার কাছেই শুধু
বাচ্চা হয়ে আসি একটু আদর পাওয়ার জন্য। বাইরের কঠিন ভাবটা তো শুধু লোক দেখানো, বাকি
সবার জন্য। আর এইটা শুধু তোমার জন্য। আর এই দিনটাতে এত কিছু বুঝতে পেরেছি তাই
দিনটা অনেক ভাল।
আমার রাজকন্যাঃ
ভালবাসার এই দিন গুলোতে তুমি শুধু আমার। আমাদের এই
অসম ভালবাসা শুধু প্রাপ্তি-ই না অর্জন ও বটে। এটা একটা মহা যুদ্ধ জয় থেকে কম ছিল
না। আজকের এই দিনটা যাকে তুমি বোরিং এন্ড ওয়েস্ট অফ টাইম বলেছ, আমি এই দিনেই বলতে
চাই, “I give my word that the sky is not the edge, our love
will be soaring to superior heights!”
Comments
Post a Comment