অভিমানী পরী

পরীর এত অভিমান যে কাব্য কিছুতেই পারছেনা তার রাগ ভাঙ্গাতে। পরীর যা যা পছন্দ কাব্য এখন তাই করে। রাতে ভালবাসার sms পাঠিয়ে রাখে,যেন সকালে ঘুম থেকে জেগেই পরী খুশি হয়ে ভালবাসি বলে। আগে অনেক চাইত পরী কিন্তু কাব্য তা করত না। এখন রোজ ঠিক পাঠায় কিন্তু কোনো reply আসেনা। সারাদিন কাব্য কতো sms করে কাজের মাঝে, ফোন করে ।আর মনে মনে বলে এই princess ফোন ধরোনা কেন? ভালবাসি বলবো, আজ তোমায় তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব, তোমার প্রিয় সব খাবার খাব, আজ একদম বারন করবোনা কিছু।এই princess শুনছো ?একবার জান বলে ভালবাসি বলোনা কিন্তু পরী কিছু বলে না! কাব্য বলে এত অভিমান তোমার? বিকেলে ঠিক কাব্য সেই প্রিয় জায়গায় যায় যেখানে পরীর হাত ধরে রাস্তার পাশে বসে থাকত। পরীর প্রিয় খাবার ছিল রাস্তার খোলা খাবার কিন্তু কাব্য তা একদম খেতে চাইত না এ নিয়ে পরীর ছিল অভিমান, আজ কাব্য পরীর পছন্দের খাবার খায়। হঠাৎ রাস্তার পাশে এক ঝুরি বেলুন দেখে কাব্য জোরে বলে উঠে এই পরী দেখ তোমার সুখ, পাশে তাকিয়ে দেখে পরী নেই কিন্তু ওর সুখ গুলো রয়ে গেল!

পরী কাব্যের সাথে দেখা করলেই ছবি তুলত আর জমা করে রাখত একদিন facebook এ upload দিবে বলে, আর কাব্যের কাছে বায়না ছিল পরীর জন্য facebook এ কিছু লিখবে, কিন্তু কাব্য তা কখনো করেনি। এখন কাব্য পরীর তোলা ছবি গুলো upload দেয়, পরীর জন্য লিখে আর মনে মনে বলে: এই princess দেখো আমাদের ছবি দিয়েছি, তোমাকে নিয়ে লিখেছি, এখন তো অভিমান ঝেরে ফেলে দাও? তবুও পরীর অভিমান ভাঙ্গেনা!
কাব্য পরীর কাছে রাতে dairy লিখে, সারাদিন কোথায় কি করলো সব পরীকে বলে।


রাতে ঘুমোনর সময় কাব্যের পরীর কথা ভীষন মনে পড়ে, ভাবে মেয়েটার কত আবদার ছিল, আর কাব্য রাগ করে কিছু বল্লেই ফুপিয়ে ফুপিয় কাদত।এইসব ভেবে কাব্যের চোখ ভিজে উঠে!হাতে মোবাইলটা নিয়ে পরীকে sms লিখে, এই princess এত রাগ তোমার? এই দেখ আমি এখন তোমার সব কথা শুনি। smoke করিনা, কোথাও গিয়ে তোমায় জানাতে ভুলে যাইনা, রাতে ভালবাসি sms না দিয়ে ঘুমোতে যাইনা, সকালে আধো ঘুমে ফোন দিতে ভুলিনা।
এই princess? রাগ ভাংগো না! তুমি জানো? কেউ এখন আমার মাথায়, গালে হাত বুলিয়ে দেয়না, কেউ আমাকে বকা দেয়না, কেউ আমাকে সকালে ঘুম থেকে তুলে দেয়না, কেউ আমায় তোমার মত করে মায়া করেনা, কেউ আমায় তোমার মত ভালবাসেনা!


এই princess ? আমি তোমার সব বায়না রাখব, সব শুনব, শুধু ফিরে আস একবার!
কাব্য যে তোমায় ভীষন ভালোবাসে!


তবুও পরী ফিরে আসেনা, আর আসবেওনা, পরী যে না ফেরার দেশে চলে গিয়েছে! রেখে গেছে কাব্যের জন্য কিছু বেলুনের সুখ আর কিছু মিষ্টি সৃতি।


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম