সব সত্য দেখতে হয় না

যখন খুব কষ্ট পেয়ে রাতের আধারে রানু কান্না করে তখন সে নিঃশব্দে আসে ... মাথার কাছে চুপটি করে বসে থাকে ... রানু চোখ বুজে ঘুমের ভান করে পড়ে থাকে ... একদম টের পেতে দেয় না যে সে জেগে আছে ... রানুর বুকটা ধড়ফড় করতে থাকে ... ভীষণ ভয় লাগে ... বুকের ভেতরের আওয়াজ যদি সে টের পেয়ে যায় !!
সে টের পায় না ... খুব সাবধানে রানুর মাথার উপর হাত রাখে ... আচ্ছা, তার হাত কি কাঁপছে ?? ... না মনে হয় ... রানু নিজেই কেঁপে উঠতে থাকে একটু একটু ... শীতল হাত দিয়ে সে রানুর চুল এলোমেলো করে দিচ্ছে ... আর রানু কোন এক প্রশান্তির জগতে হারিয়ে যাচ্ছে ...রানুর খুব বলতে ইচ্ছে হচ্ছেঃ
"আমার মাথা থেকে হাত সরিও না ... ঘুমানোর আগ পর্যন্ত একটু থাকো !!"
রানুর গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ... আচ্ছা, চোখ বন্ধ থাকলেও কিভাবে অশ্রুর ফোঁটা বেরিয়ে আসে ?? ... রানুর গাল বেয়ে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়ছে ... ও মনেপ্রাণে প্রার্থনা করছেঃ
"সে যেন টের না পায় ... সে যেন আমার কান্নার খোঁজ না পায় !!"
রানুর প্রার্থনা মঞ্জুর হয় ... সে আঁধারে রানুর অশ্রু দেখতে পায় না ... আস্তে আস্তে তার মাথায় হাত বুলাতে থাকে ... রানুর ভীষণ চোখ খুলতে ইচ্ছে করছে ... কিন্তু সে চোখ খুলতে পারে না ... চোখ খুললেই সে সত্যটা জেনে ফেলবে ... সত্যটা হলোঃ
"সে রানুর পাশে নাই ... সব মিথ্যে ... সব রানুর কল্পনা !!"
বোকা মেয়ে! মাঝে মাঝে চোখ বুজে থাকতে হয় ... সব সত্য দেখতে হয় না রানু ... সত্য বড্ড নিষ্ঠুর ... বড্ড বেশি নিষ্ঠুর !!"



Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম