ভালবাসা লুকিয়ে থাকে
একমুঠো রেশমি কাচের চুড়ি দিয়ে যখন কেউ বলে,"হাতটা বাড়িয়ে দাও তো আমি পড়িয়ে দিচ্ছি।"
একটা কাজল দিয়ে যখন কেউ বলে, "এই যে মেয়ে! তোমার চোখ যেন কখনো কাজল ছাড়া না হয়।"
অফিস থেকে ফেরার পথে ফুল, চকলেট কিংবা আইসক্রিম এনে যখন কেউ বলে, " দেরী করেছি বলে প্লিজ রাগ করো না। আমার পাগলিটার জন্য এগুলো আনতে গিয়ে একটু দেরী হয়ে গেল। দোকানে ভিড় ছিল যে!"
পূর্ণিমা রাতে যখন কেউ মধ্যরাতে ঘুম থেকে জাগিয়ে বলে, " এই যে মেঘকন্যা! আর ঘুমাতে হবে না। অনেক তো ঘুমালে এবার, আমার বুকে মাথা রেখে চাঁদের জ্যোৎস্নায় স্নান করো।"
ছুটির দিনে যখন কেউ বলে, "এই শোনো! আজ কিন্তু নীল শাড়িতে সুন্দর করে সাজবে। আর, হ্যাঁ। তোমার শাড়ির কুঁচিটা কিন্তু আমি ঠিক করে দেব। তোমায় নিয়ে আজ চষে বেড়াবো এই শহরের প্রত্যেকটা অলিগলি। "
অসুস্থের সময় যখন কেউ বলে, " আমি চা করে আনছি আর রান্নাটাও আজ আমি করবো। তোমার আজ কোন কাজ করতে হবে না। যদিও ভালো রান্না করতে পারি না, একদিন না হয় আমার হাতের বাজে রান্না খেয়ে টেস্ট করো।"
নির্ঘুম রাতে যখন কেউ মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে তার উষ্ণ ঠোঁট রেখে বলে, " এতো চিন্তা করো না। আমি তো আছি। সব ঠিক হয়ে যাবে। "
পরন্ত বিকেলে, মৃদু বতাসে রিকশায় চড়ে যাওয়ার সময় যখন কেউ হাতটা শক্ত করে ধরে রাখে পড়ে যেন না যাই সেই ভয়ে। এত্তোগুলো চকলেট, আইসক্রিম আর ফুসকা এনে বলে, " আজ বিকেলটা শুধু তোমার নামে।"
যখন কেউ দূর্বাঘাসের নূপুর বানিয়ে পরম যত্নে পড়িয়ে দেবে পায়ে। কিংবা ফোনে কখনো না পেলে হাজার কলে ভরিয়ে দেবে ফোন। ফোন রিসিভ করতেই যখন ওপাশ থেকে কেউ চিন্তিত কণ্ঠে বলে, " তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো...?"
এই ছোট ছোট কাজ গুলোতেই জড়িয়ে থাকে ভালবাসা। তাই, যে ভালবাসতে পারে সে কখনো কোন নির্দিষ্ট দিন বেছে নেবে না। প্রত্যেকটা দিনই সে ভালবাসায় ভরিয়ে তুলতে পারে। আলাদা আলাদা রুপে।
ui857 replica CHANEL,fake bags,fake designer bags,fake designer bags,fake designer bags,randomhandbags,replica CHANEL,replica CHANEL,replica HERMES xu692
ReplyDeleteqw196 www.fakebags2023.ru am205
ReplyDelete