প্রজাপতির ডানার মতো রঙিন

আমি স্বপ্ন দেখি,
প্রজাপতির ডানার মতো রঙিন!
স্বপ্নে আমি ঘুরে বেড়াই আনন্দে,
কখনও উড়ে বেড়াই।
কখনও আমি পাখি,
কখনওবা রঙিন-ডানা প্রজাপতি।

একদিন হঠাৎ ঝড় এলো,
ধুয়ে গেল প্রজাপতি-ডানার সব রং!
ডানাগুলো হয়ে গেল শীতে ঝরা
কুঁকড়ানো ধূসর পাতার মতো!
রঙিন স্বপ্ন আমার,
কোথায় হারিয়ে গেল!

তবু আজও...
আমি স্বপ্ন দেখি।
ঝরা পাতার মতো ধূসর মলিন।
স্বপ্নে আমি ঘুরে বেড়াই এখনও,
এক নীরব ছায়াসঙ্গী হয়ে,
কখনও মৃতপ্রায়, কখনওবা মৃত!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম