প্রজাপতির ডানার মতো রঙিন
আমি স্বপ্ন দেখি,
প্রজাপতির ডানার মতো রঙিন!
স্বপ্নে আমি ঘুরে বেড়াই আনন্দে,
কখনও উড়ে বেড়াই।
কখনও আমি পাখি,
কখনওবা রঙিন-ডানা প্রজাপতি।
একদিন হঠাৎ ঝড় এলো,
ধুয়ে গেল প্রজাপতি-ডানার সব রং!
ডানাগুলো হয়ে গেল শীতে ঝরা
কুঁকড়ানো ধূসর পাতার মতো!
রঙিন স্বপ্ন আমার,
কোথায় হারিয়ে গেল!
তবু আজও...
আমি স্বপ্ন দেখি।
ঝরা পাতার মতো ধূসর ও মলিন।
স্বপ্নে আমি ঘুরে বেড়াই এখনও,
এক নীরব ছায়াসঙ্গী হয়ে,
প্রজাপতির ডানার মতো রঙিন!
স্বপ্নে আমি ঘুরে বেড়াই আনন্দে,
কখনও উড়ে বেড়াই।
কখনও আমি পাখি,
কখনওবা রঙিন-ডানা প্রজাপতি।
একদিন হঠাৎ ঝড় এলো,
ধুয়ে গেল প্রজাপতি-ডানার সব রং!
ডানাগুলো হয়ে গেল শীতে ঝরা
কুঁকড়ানো ধূসর পাতার মতো!
রঙিন স্বপ্ন আমার,
কোথায় হারিয়ে গেল!
তবু আজও...
আমি স্বপ্ন দেখি।
ঝরা পাতার মতো ধূসর ও মলিন।
স্বপ্নে আমি ঘুরে বেড়াই এখনও,
এক নীরব ছায়াসঙ্গী হয়ে,
কখনও মৃতপ্রায়, কখনওবা মৃত!
Comments
Post a Comment