মুক্ত করে দিব পাখির মত
আমি আমাকে মুক্ত করে দিব পাখির মত....
সোনার খাচা আমার চাইনা, সেই খাচার ভেতর আমাকে কেউ দেখেনা শুধু সোনার খাচাটাই দেখে।
আমি কত ভাবে ডানা ঝাপটাই তাও কেউ বুঝেনা আমি কি চাইছি ।
ওরা ভাবে এত সুন্দর খাচা পেয়ে পাখিটাও কত খুশি। এখন শুধু অপেক্ষা কবে মুক্ত হয়ে আকাশে উড়ব।
আমি চলে গেলে আর একটা পাখি খাচায় থাকবে।
কেউ বুঝবেনা কিন্তু আমি জানি সোনার খাচাটা মাঝে মাঝেই আমাকে ভেবে আকাশ পানে তাকিয়ে থাকবে আর আমি তখন গাছের ছোট্ট একটা ডালে বসে বলব এই সোনার খাচা?
তোমার ভেতরের নতুন পাখিটা কি আমার মত ডানা ঝাপটায়??
আমাকে তোমার মনে পড়ে? আমার ডানা ঝাপ্টানোর শব্দ মনে পড়ে?
তোমার সোনার খাচা দূর থেকেই সুন্দর ভেতরে অনেক কষ্ট,
আমি তাও থাকতাম যদি তুমি আমার ডানা ঝাপ্টানোর কষ্টটা বুঝতে!
তুমি ভাল থাক, মাঝে মাঝে শুধু আকাশ পানে তাকিও।।।।
সোনার খাচা আমার চাইনা, সেই খাচার ভেতর আমাকে কেউ দেখেনা শুধু সোনার খাচাটাই দেখে।
আমি কত ভাবে ডানা ঝাপটাই তাও কেউ বুঝেনা আমি কি চাইছি ।
ওরা ভাবে এত সুন্দর খাচা পেয়ে পাখিটাও কত খুশি। এখন শুধু অপেক্ষা কবে মুক্ত হয়ে আকাশে উড়ব।
আমি চলে গেলে আর একটা পাখি খাচায় থাকবে।
কেউ বুঝবেনা কিন্তু আমি জানি সোনার খাচাটা মাঝে মাঝেই আমাকে ভেবে আকাশ পানে তাকিয়ে থাকবে আর আমি তখন গাছের ছোট্ট একটা ডালে বসে বলব এই সোনার খাচা?
তোমার ভেতরের নতুন পাখিটা কি আমার মত ডানা ঝাপটায়??
আমাকে তোমার মনে পড়ে? আমার ডানা ঝাপ্টানোর শব্দ মনে পড়ে?
তোমার সোনার খাচা দূর থেকেই সুন্দর ভেতরে অনেক কষ্ট,
আমি তাও থাকতাম যদি তুমি আমার ডানা ঝাপ্টানোর কষ্টটা বুঝতে!
তুমি ভাল থাক, মাঝে মাঝে শুধু আকাশ পানে তাকিও।।।।
Comments
Post a Comment