~ বৃষ্টির গান ~
বৃষ্টিস্নাত আজকের এই
অবাক সন্ধ্যাবেলায়,
স্মৃতির পাতারা মেলছে ডানা
আলো ও ছায়ার খেলায়।
টুপটাপ এই হঠাৎ বৃষ্টি,
তোমাকে পড়ছে মনে।
হৃদয়ে বেজেছে হারানো সুর আজ,
হৃদয়ের প্রতি কোণে।
সুরের মায়ায় আমি বিহ্বল,
সাথে বৃষ্টির ঘ্রাণ,
অসাড় দু'চোখে জেগেছে সাড়া
ফিরেই কী এলো প্রাণ!
বৃষ্টির ফোঁটা, বৃষ্টির গান
আমায় ডেকেছে আজ।
আকাশের নিচে বৃষ্টিতে ভিজি
ঘরে ফেলে সব কাজ।
স্মৃতির পাতারা ওড়াউড়ি করে
শুধুই আমাকে ঘিরে।
তোমাকেই শুধু পড়ছে মনে
এখন আজ ঘুরেফিরে।
হঠাৎ দেখি পাশেই দাঁড়িয়ে
হাত রেখে আছো হাতে!
মুষলধারায় বৃষ্টি ঝরছে,
কী'বা যায় আসে তাতে!
ভালোবাসাময় সন্ধ্যাবেলায়
স্বর্গের সুখ খুঁজি।
তুমি আছো পাশে সেই ভাবনাতে
শান্তিতে চোখ বুঁজি।
চোখ খুলে দেখি একলা আমি
তুমি নেই আশেপাশে!
আবার হারিয়ে ফেলেছি তোমাকে
অচেনা কোনো আকাশে!
আজকে আবার বহুদিন পর
মায়াময় এই বৃষ্টি,
হারানো তোমাকে পাশে এনে দিয়ে
ঝাপসা করেছে দৃষ্টি।
তুমি নেই বলে একলা আমি
দাঁড়িয়ে আকাশ তলে,
বৃষ্টি আবারও ভেজায় আমায়,
ভিজি বৃষ্টির জলে।
অবাক সন্ধ্যাবেলায়,
স্মৃতির পাতারা মেলছে ডানা
আলো ও ছায়ার খেলায়।
টুপটাপ এই হঠাৎ বৃষ্টি,
তোমাকে পড়ছে মনে।
হৃদয়ে বেজেছে হারানো সুর আজ,
হৃদয়ের প্রতি কোণে।
সুরের মায়ায় আমি বিহ্বল,
সাথে বৃষ্টির ঘ্রাণ,
অসাড় দু'চোখে জেগেছে সাড়া
ফিরেই কী এলো প্রাণ!
বৃষ্টির ফোঁটা, বৃষ্টির গান
আমায় ডেকেছে আজ।
আকাশের নিচে বৃষ্টিতে ভিজি
ঘরে ফেলে সব কাজ।
স্মৃতির পাতারা ওড়াউড়ি করে
শুধুই আমাকে ঘিরে।
তোমাকেই শুধু পড়ছে মনে
এখন আজ ঘুরেফিরে।
হঠাৎ দেখি পাশেই দাঁড়িয়ে
হাত রেখে আছো হাতে!
মুষলধারায় বৃষ্টি ঝরছে,
কী'বা যায় আসে তাতে!
ভালোবাসাময় সন্ধ্যাবেলায়
স্বর্গের সুখ খুঁজি।
তুমি আছো পাশে সেই ভাবনাতে
শান্তিতে চোখ বুঁজি।
চোখ খুলে দেখি একলা আমি
তুমি নেই আশেপাশে!
আবার হারিয়ে ফেলেছি তোমাকে
অচেনা কোনো আকাশে!
আজকে আবার বহুদিন পর
মায়াময় এই বৃষ্টি,
হারানো তোমাকে পাশে এনে দিয়ে
ঝাপসা করেছে দৃষ্টি।
তুমি নেই বলে একলা আমি
দাঁড়িয়ে আকাশ তলে,
বৃষ্টি আবারও ভেজায় আমায়,
ভিজি বৃষ্টির জলে।
Comments
Post a Comment