বেদনার করিডর


বেদনার করিডরে চেয়ে চেয়ে
মন ভাবে পথের শেষ কই?
কার্নিশ জমে নীরবতা
দেহটাই বেচে আছে আমি নই?
ঝড় ওঠে মনে ঝড় ওঠে হায়
প্রলয় হাওয়ার হেতু তুমি সে
প্রশ্নটা বারে বারে নিরুত্তর
ভেঙ্গে যায় তাসঘর কি বিষে



Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম