বেঁচে থাকি আরেকটু বেশি, আরও কিছুকাল!
জানালায় দেখি রাতের আকাশ।
এক চিলতে জমিতে
ঝিকিমিকি আলোর খেলা।
এক আকাশ তারা,
কয়েকটি কিংবা কয়েক কোটি!
চাঁদটাও আছে আজ, ফুটেছে জোৎস্নার ফুল!
জোৎস্নার সিঁড়ি বেয়ে আকাশ থেকে দৃষ্টি নামে।
অবাক হয়ে দেখি আঁধারের বুকে জোনাকির ঝাঁক!
আকাশের তারাদের যেন নামিয়েছে মর্ত্যে!
রুদ্ধশ্বাসে চেয়ে থাকি জানালায় পাওয়া রাতের রূপে!
হঠাৎ উপলব্ধি করি,
এই সৌন্দর্য নস্বর।
হারিয়ে যাবে একদিন!
কিংবা হারিয়ে যাব আমি।
ভেবে দুঃখ হয়না মোটেই।
মৃত্যু আছে বলেই না জীবন এত সুন্দর!
মুহূর্তেই আঁধার রাত, এক চিলতে আকাশ
কিংবা জোনাকির ঝাঁক, সব হয়ে ওঠে অসাধারণ!
মৃত্যু আছে বলেই না সাধ জাগে, পৃথিবীর বুকে
বেঁচে থাকি আরেকটু বেশি, আরও কিছুকাল!
Comments
Post a Comment