Posts

Showing posts from February, 2018

বৃথা কষ্ট

Image
তোমাকে আসলে কষ্ট দেয় না কেউ, বৃথাই কষ্ট পাও! তোমাকে যদি মানুষ না ভাবে কেউ, তবে কি তুমি মানুষ নও? মেধায়, মননে আপাদমস্তক মানুষ তুমি, নতুবা মানুষ হও! শুধু শুধু কেনো যে আজও... বৃথাই কষ্ট পাও!

মুখ আর মুখোশের

Image
মুখ আর মুখোশের আড়ালে তুমিও কি শেষমেষ হারালে? আয়নায় দেখি সেই মুখটাই, মুখ থেকে সরে গেছে সুখটাই! সময়ের সাথে গেছে বোধরাও? নিজকে নিজেই বলি, শোধরাও!.

আজ রাতে ভূত আসুক

Image
রংয়ের ধনুকে সাত রং হয় মনে রং লাগলে তা ঢং হয় রং-ঢং বেশি হলে সং হয় মরিচার লাল রংয়ে জং হয় কাপ কাপ লাল চায়ে টং হয় জেগেও ঘুমালে সেটা ভং হয় - 😈 আজ রাতে ভূত আসুক সবার কাছে... .

না জাগা সেইক্ষণ ভয়ঙ্কর ভীষণ

Image
গভীর এক রাতে খুব, ঝিঁঝিরা যখন চুপ, আঁধার শীতল কোনো ঘরে, একা জাগা প্রতিক্ষণ ভয়ঙ্কর ভীষণ! দূরে ডাকে কোনো পাখি, তারও ঘুম ভেঙেছে কী! নাকি সেও জেগে থাকে একা! জেগে থাকা সেই ক্ষণ ভয়ঙ্কর ভীষণ! দূর থেকে দূরে আরও, হয়তো অন্যকারো জানালায় জ্বলে থাকে আলো। মনে হয় সে-ই আছে ভালো। জোনাকিরা জ্বলে নেভে, কী জানি কিসব ভেবে মন পড়ে থাকে অজানাতে। সেইসব একা জাগা রাতে। তারারাও নিভে গেলে, একা চাঁদ ডুবে গেলে, কিছুপরে মনে ঘুরেফেরে, একা জাগা প্রতিক্ষণ ভয়ঙ্কর ভীষণ! হিমঘরে হিম হয়ে, একদিন যাবে ক্ষয়ে এই দেহ এই মন সবই। না জাগা সেইক্ষণ ভয়ঙ্কর ভীষণ!

মন খারাপ

Image
মন খারাপের সাথেইতো তোর বাস, মনের মাঝেই মন খারাপের চাষ। ফসলগুলো দ্বিগুণ হলে পরে ছড়িয়ে দিবি মনের ঘরে ঘরে। এই ফসলের গোলাঘরের মাঝে, দীর্ঘশ্বাসে একলা কাটা সাঁঝে, তুই ভাবছিস, একলা কোনো রই! কাছের মানুষ, বন্ধুরা সব কই! তোর ফসলের ভাগ নেবে না কেউ, শুঁকবে না সেই শষ্যদানার ঘ্রাণ। ওষ্ঠাগত তোর কষ্টের দিনে, কে খোয়াবে নিজের আপন প্রাণ! গোলাঘরে আগুন লাগা আজই, মন খারাপের শষ্য পুড়ে যাক! তোর জীবনে সবচে’ আপন তুই, নিজকে ভালোবেসেই বেঁচে থাক! 💓

কফির মগ

Image
ধোঁয়াওঠা কফির মগে মনোনিবেশ করি কফির ঘ্রাণে পোড়া সজীবতা অবসাদগুলোকে পুড়িয়ে দিচ্ছে বারবার, কয়েকবার, অনেকবার কফির শেষ ফোঁটা শেষ হয়ে গেলো কফির মগে পড়ে রইল অবসাদ্গ্রস্থ মন মনটাকে সেখানেই রেখে মস্তিষ্ককে নিয়ে শুরু করি কাজ অর্থ নয় মনটাই সকল অনর্থের মূল তাই মন দিয়ে কাজ না করে মনটাকে কফির মগে রেখে মস্তিষ্ক দিয়ে কাজ করি অবসর পেলে মনটাকে তুলে নেব আবার <3

আজকের চাঁদ

Image
আজকের চাঁদটা তোমাকে দিলাম শুধু, নিও। আলোতে চন্দ্রাহত আত্মার ওড়ার শখ, দিও! আকাশ রেখো না শুধু নিজের জন্য, স্থান দিও। তারা হয়ে মাঝে মাঝে আত্মা উড়বে, কাছে নিও!

সাধের দু:খ

Image
কেন যে সাধ করে তুই দু:খ আনিস! তুইতো নিজেই জানিস, বিলাসবহুল ব্যাংকে যে তোর কষ্ট জমে, বিলাস করেও কষ্ট কি তোর একটু কমে? হিসেবগুলো মিলছে না আর, কষ্ট কমা! জমার উপর পরত পরত পড়ছে জমা। কেন যে সাধ করে তাও কষ্ট কিনিস, বস্তাপঁচা নষ্ট জিনিস! :-)

শেষ বিকেল

Image
নরম আলোর সেইযে শেষ বিকেলে, হাতটা ছেড়ে চলেই তুমি গেলে! স্পর্শটুকু রাখতে ফসিল করে, রাত গড়িয়ে যায় না কোনো ভোরে। পাশাপাশিই থাকছি তবু আজও, স্পর্শ জানে এপিটাফের খাঁজও, গজিয়ে ওঠা স্বর্ণলতার ফাঁকে, নরম আলোর স্পর্শ লেগে থাকে।