কফির মগ
ধোঁয়াওঠা কফির মগে মনোনিবেশ করি
কফির ঘ্রাণে পোড়া সজীবতা
অবসাদগুলোকে পুড়িয়ে দিচ্ছে
বারবার, কয়েকবার, অনেকবার
কফির শেষ ফোঁটা শেষ হয়ে গেলো
কফির মগে পড়ে রইল অবসাদ্গ্রস্থ মন
মনটাকে সেখানেই রেখে
মস্তিষ্ককে নিয়ে শুরু করি কাজ
অর্থ নয় মনটাই সকল অনর্থের মূল
তাই মন দিয়ে কাজ না করে
মনটাকে কফির মগে রেখে
মস্তিষ্ক দিয়ে কাজ করি
অবসর পেলে মনটাকে তুলে নেব আবার <3
Comments
Post a Comment