সাধের দু:খ

কেন যে সাধ করে তুই দু:খ আনিস!
তুইতো নিজেই জানিস,
বিলাসবহুল ব্যাংকে যে তোর কষ্ট জমে,
বিলাস করেও কষ্ট কি তোর একটু কমে?

হিসেবগুলো মিলছে না আর, কষ্ট কমা!
জমার উপর পরত পরত পড়ছে জমা।
কেন যে সাধ করে তাও কষ্ট কিনিস,
বস্তাপঁচা নষ্ট জিনিস! :-)


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম