আজকের চাঁদ

আজকের চাঁদটা তোমাকে দিলাম শুধু, নিও।
আলোতে চন্দ্রাহত আত্মার ওড়ার শখ, দিও!
আকাশ রেখো না শুধু নিজের জন্য, স্থান দিও।
তারা হয়ে মাঝে মাঝে আত্মা উড়বে, কাছে নিও!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম