বৃথা কষ্ট

তোমাকে আসলে কষ্ট দেয় না কেউ,
বৃথাই কষ্ট পাও!
তোমাকে যদি মানুষ না ভাবে কেউ,
তবে কি তুমি মানুষ নও?

মেধায়, মননে আপাদমস্তক মানুষ তুমি,
নতুবা মানুষ হও!
শুধু শুধু কেনো যে আজও...
বৃথাই কষ্ট পাও!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম