শেষ বিকেল

নরম আলোর সেইযে শেষ বিকেলে,
হাতটা ছেড়ে চলেই তুমি গেলে!
স্পর্শটুকু রাখতে ফসিল করে,
রাত গড়িয়ে যায় না কোনো ভোরে।

পাশাপাশিই থাকছি তবু আজও,
স্পর্শ জানে এপিটাফের খাঁজও,
গজিয়ে ওঠা স্বর্ণলতার ফাঁকে,
নরম আলোর স্পর্শ লেগে থাকে।


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম