মুখ আর মুখোশের

মুখ আর মুখোশের আড়ালে
তুমিও কি শেষমেষ হারালে?
আয়নায় দেখি সেই মুখটাই,
মুখ থেকে সরে গেছে সুখটাই!
সময়ের সাথে গেছে বোধরাও?
নিজকে নিজেই বলি, শোধরাও!.


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম