প্রিয় হুমায়ূন আহমেদ তোমায় জন্মদিনের শুভেচ্ছা!


কিছু কিছু উপন্যাস পড়তে পড়তে এক সময় হয়ে উঠতাম তারই এক চরিত্র। সেই মানুষটার দুঃখে কাঁদতাম, তার খুশিতে হেসে উঠতাম আনমনে। আবার কখনও তার ভালোবাসায় নিজের মনেও জেগে উঠতো ভালোবাসার তীব্র অনুভূতি।
কিছু লেখনিতে ছিলো ভীষণ খারাপ মনকে নিমেষেই ভালো করে দেয়ার টনিক। কিছু বই অবসরের সেরা বন্ধু। কতগুলো ছিলো পাগলামিতে ঠাসা। আবার কিছু লেখা ছিলো এমন, যা এক নিঃশ্বাসে পড়ে ফেলার পরও মিটতো না মনের ক্ষুধা। মন বলতো, আরও চাই.. আরও পড়তে চাই!
তাইতো প্রতি বছর হাভাতের মতো বইমেলায় ছুটে যেতাম। সবার আগে বিশেষ িছু স্টলে গিয়ে সবগুলো নতুন বই কিনে তবেই মিলতো শান্তি!

প্রিয় হুমায়ূন আহমেদ,
তুমি চলে গেছ। সাথে নিয়ে গেছ এমন অনেক শান্তি, অবসরের বন্ধু , কিংবা রকমারি সব অনুভূতি! যা হাজার চেষ্টাতেও আর কখনও ফিরে পাওয়া যাবে না।
কেন চলে গেলে, এমন ভুল সময়ে?

আজ নাহয় এসব থাক। এই বিশেষ দিনে আর কোন অভিযোগ নয়।
তোমায় জন্মদিনের শুভেচ্ছা!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম