উঠে পড় তবে.


আর ঘুমিয়ো না,
উঠে পড় তবে...

দেখ পুবের সূর্যটা
লাল থেকে হচ্ছে হলদেটে।
ভোরের নরম আলোয়
সব আঁধার যাচ্ছে কেটে।

চায়ের কাপে জুড়োচ্ছে
ধোঁয়াটে ভালোবাসা।
চলছে ঘড়ির কাঁটা,
সাথে হৃদয়ের ওঠাবসা।
আর ঘুমালে হবে?
ঘুমিয়ো না,
উঠে পড় তবে.

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম