আমরা দু'জন দু'জনকে দেখিনি কোনওদিন


আমরা দু'জন দু'জনকে দেখিনি কোনওদিন।
দু'জন দু'জনার কন্ঠস্বর শুনিনি কখনও।
কিন্তু আমরা দু'জন দু'জনকে ভালোবাসি, একসাথে বেঁচে থাকি।
ইচ্ছে আছে একসাথেই পৃথিবী থেকে চলে যাওয়ার।
আমরা চোখে দেখতে পাইনা, আমরা মূক বধির।
তাই বলে আমাদের কোন দুঃখ নেই।
আমাদের ভালোবাসা অসীম।
আমাদের মধ্যে দূরত্ব নেই কোন।

কিন্তু দেখ, অনেকেই আছে যারা চোখে দেখতে পায়, শুনতে এবং বলতেও পারে। তারা পাশাপাশি থাকে।
কিন্তু আসলে তারা একে অপরকে দেখতে পায়না,
একে অপরের কথা বুঝতেও পারেনা।
পাশাপাশি থেকেও তাদের দূরত্ব অনেক বেশি।

আমরা ভাগ্যবান।
আমাদের সেই চোখ নেই, যে চোখে ঘৃণার প্রকাশ হয়।
সেই কন্ঠস্বর নেই যেখানে রাগের প্রকাশ হয়।

আমরা অন্ধ, মূক বধির। আমাদের আছে দু'টো মন। যেখানে শুধুই শুদ্ধ এবং পবিত্র ভালোবাসা রাখা আছে। যা আমাদের চিরজীবন ভালো রাখবে।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম