কুড়িয়ে পাওয়া ভালোবাসা


কুড়িয়ে পাওয়া ভালোবাসাগুলো
ফেলে রাখি অবজ্ঞায়।
যেমনটি কুড়িয়ে পাওয়া বকুল ফুল,
পড়ে থাকে টেবিলের এক কোণে।
কিন্তু অনেক দামে কেনা,
দামী ফুলদানিতে যত্নে সাজানো
বিদেশি লিলি দ্রুতই মরে যায়।
অযত্নের বকুলগুলোও শুকায়,
তবু বহুদিন সুবাস ছড়ায়।

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম