ভালোবাসি অন্ধের মত
আমি তোমাকে ভালোবাসি অন্ধের মত!
তাইতো তোমার ভালোবাসা আমাকে করেছে চক্ষুষ্মান!
তাইতো তোমার ভালোবাসা আমাকে করেছে চক্ষুষ্মান!
আমি তোমাকে ভালোবাসি অন্ধের মত! তুমি আমাকে ছেড়ে গেলে আমার জগৎ হবে অন্ধকারাচ্ছন্ন!
তুমি অন্ধের মত আমাকে ভালোবেসে আমাকে করেছ চক্ষুষ্মান! তাই তোমার জগৎ অনেক আগে থেকেই আলোহীন। কিন্তু এখন আমি আলোর বাসিন্দা। আলো আর অন্ধকারের সহঅবস্থান সম্ভব কি? কখনই নয়। বিদায়।
অন্ধকারের বাসিন্দা এখনও অন্ধকারেই আছে। কিন্তু আলোর অন্বেষণে যাওয়া পথিক কি পেয়েছে আলোর দিশা? নাকি তার পাওয়া উচিৎ?
Comments
Post a Comment