এক টুকরো সুখ!


ভোর টা! টিক টিক টিক! জানালার ভেতর দিয়ে আসা ঠান্ডা বাতাস মুখের মধ্যে বারি দিচ্ছে।বাইরের খোলা আকাশটা একটা সাদা নিল তুলোর মাঠ।
আহা! একটু পর পর নাইট গার্ডের হুইসেল। দূর থেকে ভেসে আসছে আযানের ধ্বনি। ওই যে কাক গুলো ডাকছে! একটু পরই সূয্যিমামার আগমন হবে।
আচ্ছা?এটা কি আরেকটি নতুন দিনের আহবান নাকি জীবন থেকে আরেকটি দিন চলে যাওয়ার হাহাকার! নির্ঘুম রাতের শেষে ভোর দেখাটা আসলেই নেয়ামত! প্রশান্তির আচ্ছাদিত এক টুকরো সুখ!

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম