একটু হাসো মেয়ে!


বিশ্রি একটা দম বন্ধ করা অনুভূতি হয় অবনীর। মাঝে মাঝে। কখনও গভীর রাতে। চারদিক চুপচাপ হয়ে গেলে। গলার কাছে কী যেন একটা আটকে আছে বলে মনে হয়। পানি খেতে ইচ্ছে হয়। কিন্তু পানি খেতে গিয়ে তার মনে হয় সে সাগরে ডুবে যাচ্ছে। দম বন্ধ হয়ে... কী বাজে! কী বিশ্রি অনুভূতি!

অবনীকে বলছি...
তুমি এসময় কারও সাথে কথা বলো।
আবোল তাবোল যা ইচ্ছে... একটু হাসো মেয়ে!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম