আর নেই নীল খাম চিঠি


এখন আর নেই নীল খাম চিঠি।
আছে চ্যাটবক্সে মিথ্যের ফুলঝুড়ি।
লোকদেখানো সুখ-সভ্যতার আড়ালে
ধুঁকছে মরচেপড়া মনন।
স্বার্থপরতার নি:স্বার্থ উপস্থাপনায়
নীল খাম চিঠি আটকে গেছে নর্দমার শিকে।

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম