অপেক্ষায় রই


ঝুম বৃষ্টিতে একদিন ভিজবো খুব।
দূর থেকে ভেসে আসা বেলির ঘ্রাণে
কালবৈশাখি ঝড়ের টানে
ঘরছাড়া মেঘেরা যাবে যেখানে
যাবো সেখানেই,
তোমার হাত ধরে।

মেঘগুলো ডাকছে,
তুমি কই?
আজই কী তবে সেই দিন!
অপেক্ষায় রই।

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম