ঘোড়ার ডিম।।
বেচারা ঘোড়া! ডিম পাড়তে পারেনা।
কিন্তু তবুও তার নামে কলঙ্ক রটে গেছে!
কারণ, চারপাশে খালি ঘোড়াড্ডিম!
আর এক ভাগ্যবান গাধা, সবসময়ই মানুষের নামের আর চরিত্রের মাঝে আরামসে থাকে।
বেচারা ভাগ্য এমন একটা বস্তু যাকে বিশ্বাস করাও যায়না আবার অবিশ্বাসও করা যায়না, কিন্তু যাই হোক প্রতিদিন তাকে কারো না কারো কাছে গালি খেতে হয়।
আজ একজনকে বল্লাম, কে জানে কপালে কি আছে! সে বলে “আরে গাধা ভাগ্যে আছে ঘোড়ার ডিম।
বুঝলাম,আমি গাধা, ঘোড়া খালি আমার জন্যই ডিম পাড়ে আর ভাগ্য বেচারা আমার জন্যই খারাপ.....ঃ
Comments
Post a Comment