মায়াময় বিকেলগুলো

খোলা আকাশের নিচে, রাস্তার হলুদ ল্যম্প পোস্টের্ নিচে, ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে বুক ভরে টেনে নিই অক্সিজেন! কখনো একটা আইস্ক্রিম দুজনে ভাগ করে খাওয়া আবার কখনো
রাস্তার পাশের সেই একই পরিচিত টঙের ধোঁয়াতোলা চা আর সাথে চায়ের ঘ্রাণ! মাঝে মাঝে তোমার কাপের তলানিতে থাকা ঠান্ডা চায়ে্র শেষ চুমুকটা কিন্তু আমিই দেই তোমার অজান্তে......আর সাথে থাকে শেষ না হওয়া কথার ফুলঝুড়ি... এসবের কোনো তুলনা হয়?... বেঁচে থাকাটা আসলেই অনেক আনন্দের! 
বসন্তের এই 
মায়াময় বিকেলগুলো কেটে যায় তোমায় ঘিরে ভাললাগায়..



Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম