আমার বন্ধু
আমার বন্ধু নামটা একটু পর বলি। সে নিজেকে একলাই ১০০ ভাবে, তার মানে তার পাশে যদি ১জন থাকে তাহলে total হবে ১০১জন। কিন্তু ক্থা বলার সময় ১০ মিনিটের ৯মিনিট ঐ ১জন কথা বলবে আর ১০০জন নামের মানুষটা চুপ থাকবেন। যদি ক্থা বলে তাহলে ৯ মিনিট নিজের প্রশংসা আর ১ মিনিট হাসবেন। নিজের চেহারা নিয়ে এতটাই খুশি যে group photoতে নিজেকেই হাজার বার Zoom করে দেখবে।আর কোথাও বের হওয়ার আগে এতবার নিজেকে সাজাবে যে examর জন্য late হলেও no problem। নিজেকে ভাবে সবচাইতে smart আর পণ্ডিত যেন সব জানে সে আর যা না জানে তাও ভুগিচুগি দিয়ে এমনভাবে বুঝাবে তা যে কেউ মানতে বাধ্য। আর নেট, ট্যাকনোলোজ পিসি এইসব নিয়ে ভুলেও প্রশ্ন করলে মনে হবে ডিপ্লোমা কোর্স করতেসে।
আমার বন্ধু, মিথ্যে কথা বলেনা, আর যদি বলে তা ধরার সাধ্য কনো বাপের বেটার নাই কিন্তু যদি ধরা পড়ে তাহলে বিভিন্ন logic দিয়ে এমন link up করবে, যে কেউ তখন বলবে বেশ হয়েছে মিথ্যে বলেছিস। সবার কাছে শান্ত কিন্তু কাছের মানুষ গুলো জানে কতটা বদমেজাজী।রাগ যেন তার নাকের উপর সবসময় বসে থাকে। বিশাল হাতি পরিমান কান্ডে তার খবর নাই,কিন্তু ছোট্ট ব্যাপার নিয়ে পুরো বাড়ি মাথায়। অনেক বড় বড় জোক্সএ হাসবেনা, দেখা যাবে ছোটখাটো কথায় খিল খিল করছে। তার এই হাসিই বন্ধুদের আড্ডায় থাকে আর কিছুনা,অন্যেরা বলবে আর উনি হাসবেন। রাস্তাঘাটে মেয়েদের comments করে নিজেই লজ্জা পায়, sunny leon তার প্রিয় কিন্তু তার ছবিও zoom করে দেখতে পারেনা।
আমার বন্ধুর কাছের মানুষের importanceর চাইতে বেশি importance থাকে দূরের মানুষের।নামায না পড়লেও হাদিসের বানী তার মুখে। সারাক্ষন বলবে আমার কাউরে লাগেনা, কিন্তু কোথাও গেলে একলা যাইতে পারেনা। অন্যের গুছানো কিছু দেখতে ভাল লাগে কিন্তু নিজে সবচাইতে ওগুছানো। ঝামেলা পছন্দ না কিন্তু অন্যের ঝামেলা সমাধানে নিজে সবসময় উলঝানো থাকে।নিজে ভুল করলে ক্ষমা চাবেনা, অন্যকেও ক্ষমা করবেনা। অন্যের গোপন সব খবর জানে কিন্তু নিজেরটা কখনো বলবেনা। বলবে কারো কাছে কিছু expect করেনা কিন্তু school পিয়ন থেকে শুরু করে সবার কাছেই হাজারটা expectation রাখবে,কাউকে কিছু বুঝতে দিবেনা, কষ্ট গুলোও লুকিয়ে রাখবে। যেন তা বের করতে হলে জীন পরীর চালা দেও্য়া লাগব। আজব।
হহহহহা…হা। এতসবের পরও তার বন্ধুরা তাকে খুব ভালবাসে, সেও বন্ধুদের বড় ভালোবাসে। বিপদে দেখছি সবার আগে তাকে থাকতে। চোখের জল দেখেছি শুধু বন্ধুদের জন্য। সবকিছুর উপরে বন্ধুদের priority।প্রিয় মানুষটিকে অনেক ভালবাসে কিন্তু তা প্রকাশ করতে পারেনা। দেখলাম মানুষটা peculiar হলেও বড্ড ভালো, সোজা-সাপ্টা, straight forward। নিজেকে খুব strong প্রকাশ করতে ভালবাসে কিন্তু মানুষটা আসলে সূর্যর সেই আলোর মত, যা দিন শেষে সন্ধ্যে বেলায় ডুবে যায় অথবা অন্ধকার ঘরের ছোট্ট এক মোম বাতির আলোর মত যা শুধুই অন্ধকারের জন্য জ্বলে আর রাতের শেষে দিনের আলোতে হারিয়ে যায়।
থাক, ইচ্ছে করছেনা নামটা বলতে, কাছের মানুষ গুলো ঠিক বুঝতে বাকি নেই মানুষটা কে!!!!!!
ছবির মতই মানুষটা দেখতে।
আমার বন্ধু, মিথ্যে কথা বলেনা, আর যদি বলে তা ধরার সাধ্য কনো বাপের বেটার নাই কিন্তু যদি ধরা পড়ে তাহলে বিভিন্ন logic দিয়ে এমন link up করবে, যে কেউ তখন বলবে বেশ হয়েছে মিথ্যে বলেছিস। সবার কাছে শান্ত কিন্তু কাছের মানুষ গুলো জানে কতটা বদমেজাজী।রাগ যেন তার নাকের উপর সবসময় বসে থাকে। বিশাল হাতি পরিমান কান্ডে তার খবর নাই,কিন্তু ছোট্ট ব্যাপার নিয়ে পুরো বাড়ি মাথায়। অনেক বড় বড় জোক্সএ হাসবেনা, দেখা যাবে ছোটখাটো কথায় খিল খিল করছে। তার এই হাসিই বন্ধুদের আড্ডায় থাকে আর কিছুনা,অন্যেরা বলবে আর উনি হাসবেন। রাস্তাঘাটে মেয়েদের comments করে নিজেই লজ্জা পায়, sunny leon তার প্রিয় কিন্তু তার ছবিও zoom করে দেখতে পারেনা।
আমার বন্ধুর কাছের মানুষের importanceর চাইতে বেশি importance থাকে দূরের মানুষের।নামায না পড়লেও হাদিসের বানী তার মুখে। সারাক্ষন বলবে আমার কাউরে লাগেনা, কিন্তু কোথাও গেলে একলা যাইতে পারেনা। অন্যের গুছানো কিছু দেখতে ভাল লাগে কিন্তু নিজে সবচাইতে ওগুছানো। ঝামেলা পছন্দ না কিন্তু অন্যের ঝামেলা সমাধানে নিজে সবসময় উলঝানো থাকে।নিজে ভুল করলে ক্ষমা চাবেনা, অন্যকেও ক্ষমা করবেনা। অন্যের গোপন সব খবর জানে কিন্তু নিজেরটা কখনো বলবেনা। বলবে কারো কাছে কিছু expect করেনা কিন্তু school পিয়ন থেকে শুরু করে সবার কাছেই হাজারটা expectation রাখবে,কাউকে কিছু বুঝতে দিবেনা, কষ্ট গুলোও লুকিয়ে রাখবে। যেন তা বের করতে হলে জীন পরীর চালা দেও্য়া লাগব। আজব।
হহহহহা…হা। এতসবের পরও তার বন্ধুরা তাকে খুব ভালবাসে, সেও বন্ধুদের বড় ভালোবাসে। বিপদে দেখছি সবার আগে তাকে থাকতে। চোখের জল দেখেছি শুধু বন্ধুদের জন্য। সবকিছুর উপরে বন্ধুদের priority।প্রিয় মানুষটিকে অনেক ভালবাসে কিন্তু তা প্রকাশ করতে পারেনা। দেখলাম মানুষটা peculiar হলেও বড্ড ভালো, সোজা-সাপ্টা, straight forward। নিজেকে খুব strong প্রকাশ করতে ভালবাসে কিন্তু মানুষটা আসলে সূর্যর সেই আলোর মত, যা দিন শেষে সন্ধ্যে বেলায় ডুবে যায় অথবা অন্ধকার ঘরের ছোট্ট এক মোম বাতির আলোর মত যা শুধুই অন্ধকারের জন্য জ্বলে আর রাতের শেষে দিনের আলোতে হারিয়ে যায়।
থাক, ইচ্ছে করছেনা নামটা বলতে, কাছের মানুষ গুলো ঠিক বুঝতে বাকি নেই মানুষটা কে!!!!!!
ছবির মতই মানুষটা দেখতে।
Comments
Post a Comment