তুমি আমার যা ইচ্ছা তাই
তুমি আমার শীতের সকালবেলার মায়ের হাতের গরম পরোটা সাথে গরম ধোয়া উঠা চা, যে ধোয়ার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকি।
তোমাকে হারানোর ভয় আমার শীতের দুপুরে ঠান্ডা পানি দিয়ে গোসলের মত।
তুমি আমার দুপুরের ঘি মাখানো গরম ভাতের থালা, সাথে আলুভরতা আর আমার প্রিয় ডিম ভাজি যা আমি পেট পুরে খাই।
Comments
Post a Comment