তুমি আমার যা ইচ্ছা তাই

তুমি আমার শীতের সকালবেলার মায়ের হাতের গরম পরোটা সাথে গরম ধোয়া উঠা চা, যে ধোয়ার দিকে অপলক ভাবে তাকিয়ে থাকি।
তোমাকে হারানোর ভয় আমার শীতের দুপুরে ঠান্ডা পানি দিয়ে গোসলের মত।
তুমি আমার দুপুরের ঘি মাখানো গরম ভাতের থালা, সাথে আলুভরতা আর আমার প্রিয় ডিম ভাজি যা আমি পেট পুরে খাই।
তুমি আমার বিকেলের বাসার নিচের ঝালমুড়ি মামার হাতে মাখানো ঝালমুড়ি যার জন্য আমি পুরো বিকেল অপেক্ষা করি।
তুমি আমার campus বাইরে বসা ভেলপুরির মতো, যা বানানো দেখলেই জিভে জল আসে!
তুমি আমার শীতের রাতের মুড়োনো লেপের নিচের সেই আরাম যেখানে আমি নিশ্চিন্তে ঘুমাই।
তুমি আমার যা ইচ্ছা তাই, কারন তুমি যে আমার তুমি।




Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম