স্বৈরাচারী প্রেমিকা

আমার বরাবরই স্বৈরাচারী প্রেমিকা হতে ইচ্ছে করে!
মাঝরাতে ফোন দিয়ে জানু বাবু না ডেকে বলি
“ঐ বদ আমাকে একলা রেখে ঘুমাস ক্যান রে?”
কিংবা চেনা কোন রাস্তায় হাঁটতে গিয়ে ধপাস করে পড়ে গেলে
বিব্রত না হয়ে বলি
“ঐ ফাজিল হাত টা একটু ধরা যায় না নাকি?”
সকালে জান সোনামনি উঠো, না বলে ডেকে বলি
“ঐ যে মিস্টার আর কত ঘুমাবি? কোথায় সিভি ড্রপ করেছিস?
চাকরি না পেলে তুই না হয় বসে থাকবি কিন্তু আমার বিয়ার বয়স তো বসে থাকব না!"
পাশে বসে যখন কোনো মেয়ের দিকে তাকাস,অথবা কারো প্রশংসা করিস, তোকে তখন একটা জোড়ে চিমটি কেটে বলতে ইচ্ছা করে
"হারামজাদা এতই যখন অন্যের দিকে নজর তাইলে আমার পাশে বইসা আমার সময় গুলা নষ্ট করতাসস ক্যান?" এই বলে অভিমান না করে তোরে জরিয়ে ধরে বলতাম, এত ভালবাসি তোর গায়ে লাগেনা সয়তান,তুই শুধু আমার! বুঝলি?
facebook এ বেসি বসলে, ইচ্ছে করে বলি
"ঐ যে মিস্টার chat করোস, আর মেয়েদের ছবিতে like দেস ভাল কথা, কিন্তু এর বেসি হলে, ঠ্যাং ভাইংগা গলায় ঝুলাইয়া দিমু"!
তুই অনেক careless আমি জানি, আর
তোর carelessএ আমার কিচ্ছু আসে যায়না বরং স্বার্থপরের মতোহিংসুটে প্রেমিকা হয়ে
তোকে আগলে রাখতে চাই এমন এক ভালোলাগায়
যার ভাগ তোকে দিতেও বড্ড ইয়ে লাগে!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম