কেন্দ্রবিন্দু

আমি বিন্দু, তুই ছুয়ে দিলেই ভালবাসার বৃত্ত হব,
সেই ভালবাসার বৃত্তের কেন্দ্রবিন্দু হবি আবার তুই,
যাকে ঘিরে থাকবে আমার হাজারটা স্বপ্ন আর হাজারটা ভাললাগা!
শুধু বৃত্তের ব্যস, ব্যাসা্র্ধ, পরিধি সব কিছুর পরিমাপ হবে তোর চাওয়া পাওয়ার পরিমান দিয়ে!
আমি বিন্দু,, তুই কি আমার বৃত্তের কেন্দ্রবিন্দু হবি?

Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম